রিভিউ লিখে আয় করুন অনলাইনে

গান, ফ্যাশন, মুভি, টিভি শো এর রিভিউ লিখে আয়:


রিভিউ লিখে আয় করুন অনলাইনে


রিভিউ লিখে আয় করা খুবই সহজ। বর্তমান দুনিয়ায় গান শুনে নি অথবা টিভি শো দেখেনি এরকম লোক খুঁজে পাওয়া খুব মুশকিল। যার কারণে লোকজন যেভাবে গান শুনে এবং টিভি শো দেখে, তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। যেকোন ওয়েব সিরিজ অথবা টিভি শো সবকিছুই ইন্টারনেট বর্তমানে অ্যাভেলেবল আছে। রিভিউ লিখে আয় করা বর্তমানে জনপ্রিয়।

লোকজন মূলত সিরিজ, গান অথবা মুভি দেখার জন্য ইন্টারনেটে রিভিউ খোঁজে। তাদের রিভিউ দেখে সেগুলোকে ডাউনলোড করে দেখে। অথবা বিভিন্ন টিভি সিরিজ যেগুলো অনলাইন প্লাটফর্ম অ্যাভেলেবল, সেগুলোর রিভিউ দেখে তারপর সেগুলো দেখার চিন্তাভাবনা করে। যদি আপনি গান শুনেন এবং প্রতিনিয়ত টিভি শো দেখেন, তা উপলব্ধি করতে পারেন, তাহলে আমি আপনাকে দেখাবো কিভাবে সেটির রিভিউ করে আপনিও আয় করতে পারেন।



কিভাবে রিভিউ লিখে আয় করবেন অনলাইনে?

যদি আপনি কোনো গান অথবা লেটেস্ট ফ্যাশনের একজন বড় ভক্ত হন। তাহলে সেটা অতিরিক্ত টাকা আয় করার একটি সুন্দর উপায় হবে। আপনি সেখানে কোনো গানের রিভিউ লিখে, অনলাইনে আয় করতে পারবেন। যে কোন একটি টিভি সিরিজের ভালো রিভিউ করে, ভালো আয় করতে পারবেন।

আজকে আমি এমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিব। যেটি বিভিন্ন ধরনের মিউজিক এবং টিভি শো রিভিউ করার জন্য টাকা পে(Pay) করে থাকে। এই সাইট আপনাকে ক্যাশে পেমেন্ট করবে। শুধুমাত্র আপনার একটি ভালো ও সৎ রিভিউয়ের জন্য। আপনি চাইলেই টিভি শো, মিউজিক রিভিউ লিখে আয় করতে পারেন। নিমিষেই অনলাইনে টাকা আয় করে নিতে পারেন। এর জন্য শুধুমাত্র একটু দক্ষতার প্রয়োজন পড়বে। আরো দরকার পড়বে কোনো কিছু ভালো ভাবে উপস্থাপন করার দক্ষতা।

এছাড়া নতুন গায়ক, শিল্পী অথবা কোনো অভিনেতা। যারা বিভিন্ন গানে কাজ করছে। তাদের সম্বন্ধে ভালো রিভিউ লিখে আয় করে নিতে পারেন। অথবা বিভিন্ন ধরনের আপকামিং টিভি-শো সম্পর্কে কী রকম রিভিউ আছে? তা শেয়ার করার জন্য টাকা পেমেন্ট করা হয়ে থাকে। এমন কি কোন একটি মিউজিক অথবা টিভি সিরিজ সম্পর্কে ভাল উপদেশ দিয়ে আয় করা সম্ভব। বিভিন্ন ভুলত্রুটি ধরিয়ে দিতে পারলে, আরো বেশি টাকা পেমেন্ট করা হয়ে থাকে।

সাইট বিবরণী (Slicethepie)

মিউজিক রিভিউ করে আয় করার সাইটটির নাম হলো Slice The Pie । এটি ভালো রেটিং প্রকাশের জন্য জনপ্রিয়। সকল অনলাইন টুল, মিডিয়া অথবা সেলিব্রেটিদের নিয়ে আলোচনা হয়। রিভিউ করার জন্য সাইটটি বেশ বিখ্যাত। এখানে ভালো রিভিউ এর পাশাপাশি, ভালো অনলাইনে আয়ের সুযোগও বৃদ্ধি পেয়েছে।

Slicethepie সাইটে অনলাইনে রিভিউ করে টাকা আয়:

নিম্নোক্ত ধাপে ধাপে কাজ করুন। আপনি এখানে রেজিস্ট্রেশন করা থেকে - টাকা আয় করার সকল ধাপ অতিক্রম করতে পারেন। এখানে নিম্নলিখিত বিষয়ে রিভিউ করে আয় করতে পারেন।
  • বিভিন্ন ধরনের গান।
  • টিভি শো।
  • মুভি এবং
  • ফ্যাশনেবল আইটেম।

কি ধরনের কাজ করতে হবে?

প্রথমত ইন্টারনেট দুনিয়ার অসংখ্য গান আছে। ইংরেজি থেকে শুরু করে তুর্কি, ইটালিয়ান, পর্তুগিজ, বাংলা হিন্দি যত প্রকার গান আছে। সেগুলো সম্বন্ধে নির্ভয়ে রিভিউ দিতে পারবেন। বেশিরভাগ ইংরেজি, ফরাসি এবং ইটালিয়ান এসব গানের রিভিউ এর মধ্যে আয় বেশি হয়।

কারণ এসব গানের রিভিউ মানুষ বেশি দেখতে আসে। যদি এসব গানের কোনো ভালো রিভিউ প্রকাশ করতে পারেন। সেগুলো ভিওয়ার্সদের মাঝে উপস্থাপন করতে পারেন। সেগুলো দেখে যদি ভালো ভিও হয়। যদি বেশিরভাগই আপনার রিভিওটি পছন্দ করে তাহলে সে মোতাবেক আপনাকে পেমেন্ট করা হবে। সে মোতাবেক আপনি রিভিউ লিখে আয় করতে পারেন সহজেই।

পড়ুনঃ কিভাবে ফেসবুক থেকে টাকা আয় করা যায়?
ব্লগিং করে আয়। কিভাবে ব্লগিং শুরু করবো?
ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানুন ও শিখুন।

এটি হয়তো আপনার স্বপ্নের মতই হবে। যেখানে যে কেউ চাইলে তার প্রিয় গানের রিভিউ করে টাকা আয় করে নিতে পারে। যদিও এরা বেশি না বরঙ সামান্য রকমের টাকা দেয়। যখন পছন্দের একটি গানকে ভালো রিভিউ দিবেন। এবং তা থেকে আংশিক অথবা অল্প কিছু টাকা আয় হলেও, সেটা আপনার জন্য যথেষ্ট লাভজনক হবে। এতে যেভাবে আপনার মনে প্রফুল্লতা ও আনন্দ আসবে। একই ভাবে কিছুটা হলেও টাকা আয় হবে।

এবার বলে রাখি। সাইটে কিভাবে একাউন্ট খুলবেন, কিভাবে টাকা আয় করবেন? কিভাবে কোন গানের রিভিউ দিবেন? সবকিছু সম্পর্কে আমি বিস্তারিত বলবো। তার আগে বলে নিচ্ছি যে, সাইটে যাওয়ার জন্য কিছু জরুরী কথা বার্তা।


কারা রিভিউ করার কাজ করতে পারেনঃ

যারা একটি গানের ভালো রিভিউ দিতে জানেন। অথবা লিখতে জানেন। যারা গান শুনতে পছন্দ করেন। এবং গানগুলো শুনে সেগুলো মধ্যে ভালো কোয়ালিটির গান কোনটি হয়েছে, সে সম্বন্ধে ধারণা রাখেন। তারা সাইটটিতে কাজ করতে পারেন।

ইন্টারনেটের ওয়েব সিরিজ, মুভি বা ফ্যাশনেবল আইটেম সেগুলোর ভালো রিভিউ দিতে জানলে। এখানে কাজ করতে পারেন। সে কাহিনীগুলো ভালো অনুধাবন করতে পারলে, এখানে কাজ করতে পারেন। যদি একটি বিস্তারিত রিভিউ লিখতে জানেন, তাহলে আপনি এখানে কাজ করতে পারবেন।

মোটকথা, যদি আপনি একটু মুভি-দেখা অথবা গান শোনায় বেশ আগ্রহী থাকেন। তাহলে আপনি এখানে কাজ করতে পারেন।


কখন কাজ শুরু করতে পারেন?

সাইটটিতে রিভিউ লিখে আয় করার জন্য কোন সময়ের প্রয়োজন নেই। আপনি যখন মনে চায়, তখনই আয় করার জন্য এখানে আসতে পারেন। আপনি এখানে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। সম্পূর্ন ফ্রি। যখনই কোনো ভালো গানের রিভিউ মনে আসবে, সেটি দিয়ে দিবেন। এবং সেখান থেকে যতটুকু আয় হয় সেটা নিয়ে নেবেন।


Slicethepie আইডি ব্যান হওয়ার কারণঃ

অনেকেই বেশি আয়ের জন্য যেকোনো একটি গানের যত্তসব বাজে রিভিউ দিয়ে থাকে। যেগুলো ভালো মানের নয়। পাশাপাশি কোন ধরনের যৌক্তিক রিভিউও নয়। সাইটটি ভালো ট্রাফিক অথবা ভিজিটরের সাইট হওয়ায় সেসমস্ত রিভিউতেও ভালো ভিউ থাকে।

যার ফলে সাইটটিকেও ঐ রিভিউ লেখার অওনারকে টাকা পে করতে হয়। এর জন্যই যারা আলতু-ফালতু রিভিউ দিয়ে বসে। যাদের রিভিউতে গ্রামাটিক্যালি প্রচুর ভুল থাকে। অথবা কোন রিভিউতে রিপোর্ট খেলে, সেগুলোর আইডি slicethepie কিছু সময়ের জন্য ব্যান করে। অথবা নোটিফিকেশন পাঠিয়ে আপনাকে সাবধান করে দেয়। এই সাইটে সততার সাথে এবং সদ্যবহারের সাথে ভালো কাজ করতে হবে।

পড়ুনঃ

মোবাইল দিয়ে টাকা আয় বিকাশে ২০২১।
৬০০০ টাকার মধ্যে ভালো 4g মোবাইল।
এসির দাম ২০২১।
প্রাইভেট ব্যাংক জব প্রস্তুতি।

কিভাবে রিভিউ করবেন এবং পাশাপাশি আয় করবেন তা ধাপে ধাপে বুঝানো হলো।


ধাপ ১: একটি একাউন্ট খুলে নিন।

প্রথম ধাপে আপনাকে Slicethepie সাইটে একটি একাউন্ট খুলে নিতে হবে। আপনি Slicethepie সাইটে গিয়ে রেজিস্ট্রার করে নিতে পারেন। অথবা একাউন্ট খুলতে প্রথমে এখানে ক্লিক করুন। এখানে রেজিস্ট্রার করা খুবই সহজ। মনে রাখবেন, সাইটে বর্তমানে একাউন্ট খুলতে VPN ইউজ করতে হয়।

রেজিস্ট্রেশন করে নিলে জিমেইল একাউন্ট ভেরিফিকেশনের মাধ্যমে, একাউন্ট একটিভেট হয়। একাউন্ট একটিভ হয়ে গেলে আপনাকে কিছু স্বাভাবিক প্রশ্ন উত্তর দিতে হবে। উত্তর গুলো দেয়ার পর পরই, যে কোন একটা গান রিভিউ করতে বলবে। কোনো গানের সুন্দর রিভিউ এবং ভালো রিভিউর জন্য, সাইটের একাউন্ট অ্যাক্টিভেট করে দিবে।

আবার আপনার কোনো টিভি সিরিজ অথবা মিউজিক পছন্দ করা থাকলে, সেগুলো রিভিউ করতে তাদের সার্চ বারে গিয়ে সার্চ দিতে পারেন। আপনার একাউন্ট খোলা হয়ে গেলে, একদম সহজ পথে টাকা আয় করা শুরু করতে পারবেন।

তবে, আপনি যে জিমেইল একাউন্ট এখানে ব্যবহার করেছেন। বিশেষ করে রেজিস্ট্রেশন করার জন্য। সেটি অবশ্যই একটি পেপাল একাউন্ট এর সাথে এড করা থাকতে হবে। যদি আপনার কোনো পেপাল একাউন্ট না থেকে থাকে।

তাহলে আপনাকে একটি জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে, পেপাল একাউন্ট খুলে নিতে হবে । তারপর আপনি চাইলে ঐ জিমেইল একাউন্টটি ব্যাবহার করে এখানে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। কারণ সে পেপালে অথবা অন্য মাধ্যমে এখানে পেমেন্ট যাবে।


ধাপ ২: নতুন নতুন রিভিউ লিখুন


সাইটে নতুন নতুন রিভিউ লেখে আয় করা আরম্ভ করতে পারেন। আপনি যে কোন গান,ফ্যাশন আইটেম, মুভি, টিভি সিরিজ, ওয়েব সিরিজ এসব বিষয়ে রিভিউ করতে পারবেন। এ সমস্ত প্রক্রিয়াটি খুবই সহজ। এবং বুঝতে কোনো রুপ অসুবিধা হবে না আশা করি। এখন আসল প্রশ্ন আসে এই যে রিভিউটি করবেন কি করে। এখানে কয়েক প্রকার রিভিও করা যায়। যার মধ্যে আছেঃ


1. এডবার্ট রিভিউ

এডবার্ট রিভিও খুবই ভিন্ন ধাচের রিভিউ প্রক্রিয়া। এখানে সহজেই রিভিউ লিখে আয় করতে পারবেন। এর জন্য আপনাকে একটি ভিডিও, কোন টিভি সিরিজ, ট্রেইলার অথবা প্রমোটিং ট্রেইলার দেখে নিতে হবে। তারপর আপনার মোবাইল স্ক্রিনের একটি জায়গায় আপনাকে নিজের অপিনিয়ন। মানে হলো একটি রিভিউ লিখতে বলবে।

স্ট্রিকারের ব্যবস্থাঃ
এখানে আছে স্টিকারের মাধ্যমে বোঝানোর ব্যবস্থা। ফেসবুকের ইমোজির মতো অনেকটা। এটি আপনি দেখে খুশি হয়েছেন, নাকি ভালো লাগেনি। তা স্ট্রিকারে প্রকাশ করতে পারবেন। যদি কোনো ভিডিও আপনার ভালো লাগে। তাহলে এর জন্য একটি সুখী চিহ্ন দিতে পারেন।

পড়ুনঃ
আর্টিকেল লিখে আয় করুন।
লম্বা হওয়ার কার্যকরি উপায়সমূহ
নতুন ব্যবসা শুরু করার নিয়ম।
বাংলাদেশে কত বছর পর্যন্ত লম্বা হয়?

স্লাইডারঃ রিভিউ করার সময় একটি স্লাইডার থাকবে। যেটিকে আপনাকে সব সময় এপাশ থেকে ওপাশ মুভ করাতে হবে। যদি মুভ না করান, তাহলে আপনার ভিডিওটি চালু বন্ধ হয়ে যাবে। কোন একটি ভিডিওকে পছন্দ করেন, অথবা তেমন পছন্দ হয়নি। তাহলে আপনি সরাসরি সরাসরি তার রিভিউ দিতে পারবেন। কোনো রুপ দ্বিধা ছাড়াই।

ভিডিও দেখার শেষে, আপনাকে একটি বিস্তারিত রিভিউ দিতে বলবে। ওই ভিডিওটি সমন্ধে। আবার ১০ এর মধ্যে যেকোনো ধরনের ক্লিপ রেটিংস করতে বলবে ।

রিভিউ দেয়ার আগে ভিডিও ক্লিপটির যে সমস্ত বিষয়ে নজর দিতে হবে।

টিভি সিরিজ বা মুভির সকল ক্যারেক্টার।
ভিডিওটির ব্যাক ড্রপ।
ভিডিওটির স্ক্রিপ্ট।
এসব বিষয় নিয়ে যেকোনো বিস্তারিত রিভিউ দিলে ভালো হয়।


গানের রিভিউঃ

এডভার্ড রিভিউর সাথে গানের রিভিউওর কিছুটা মিল আছে। এখানে মিউজিক রিভিউ খুবই সহজ। এবং একই রকমের।

এখানে মিউজিক রিভিও করার উপায়ঃ

১) প্রথমে যেকোনো একটি মিউজিক ট্র্যাক মনোযোগ দিয়ে শুনতে হবে।
২) অন্ততপক্ষে গানটির প্রথম ১ মিনিট ৩০ সেকেন্ড মনোযোগ দিয়ে শুনতে হবে। তারপর রিভিউ লিখতে পারবেন।

যে সব বিষয় নিয়ে রিভিও করতে হবে।

  • গানটির ভুকালস(vocals)
  • কম্পোজিশন অ্যারেঞ্জমেন্ট।(Composition Arrangement)।
  • গানের লিরিকস।

একজন প্রফেশনাল লোকের মত গানের লিরিক্স অথবা সং ভোকাল পড়ার চেষ্টা করবেন। সততার সাথে রেটিংস দিলে টাকা আয় এখানে বেশি হবে। এতটুকুই বলতে পারি।

রেটিং দেয়া কালীন কোনো গান অপছন্দ হলে, এর কারণ সুন্দরভাবে বিশ্লেষণ করতে হবে৷


ফ্যাশনের রিভিউ

শুধুমাত্র গান অথবা মুভি রিভিউ করেই যে আয় করা যায়, তা কিন্তু না। বরঞ্চ ফ্যাশনের রিভিউ করেও আয় করা যায়। বর্তমানের ফ্যাশনের প্রতি মানুষের আকৃষ্ট ও আকর্ষণ অনেক বেশি। যার ফলে এসব বিষয় খুব ভালোবাসেন। কাপড় অথবা বিভিন্ন ফ্যাশন আইটেমের রিভিউ দিতে, শুধুমাত্র ওই ফ্যাশন টি দেখতে হবে। যেসব বিষয় মাথায় রেখে রিভিউ দিবেনঃ
  • ডিজাইন।
  • কাপড়। অথবা এর তৈরির উপকরণ।
  • কালার মানে রঙ।
যেকোনো রিভিউ দেওয়ার জন্য আপনি এটি সম্বন্ধে কি ভাবছেন, তাই একটি বক্সে লিখতে হবে। আর এছাড়া এর পাশে রেটিং দিতে হবে যে, 10 থেকে আপনি কত দিতে চান।


রিভিউ নিয়ে কিছু টিপসঃ

কতগুলো টিপস শেয়ার করবো। যেগুলো হয়তো এই সাইটের রিভিউ করার জন্য আপনার কাজে আসতে পারে। প্রথমত সাইটে যে কোন একটি ক্লিপ অথবা ভিডিও যেটিকে রিভিউ করতে চান। তার আগে ওই সম্পূর্ণ মুভি বা ওয়েব সিরিজ, যেটির ভিডিও ক্লিপটি আপনি দেখছেন। সেটির কোনো বর্ণনা উইকিপেডিয়া থেকে দেখে নিবেন। একটি ক্লিপ রিভিউ তে অনেক সময় 5 ডলার পর্যন্ত আয় হয়। আর সর্বনিম্ন আয় হয় 10 অথবা 50 সেন্ট এরকম।

ইউনিক রিভিউ লিখার চেস্টা করবেন। কখনো কখনো উইকিপিডিয়া থেকে তথ্য নিতে পারেন। রেফারেন্সসহ, যাতে কোনো সমস্যা না হয। আর যদি ওই মুভি সাইট থেকে কোনো তথ্য নেন। তাহলে আপনি অবশ্যই রেফারেন্স দিবেন।

যখন কোনো ফ্যাশনাবল আইটেমের ভালো রিভিউ দিতে হয়, তখন আইটেম সম্বন্ধে যে ধারণাটি দিবেন এটি পজেটিভ হওয়া চাই। একটি ফ্যাশন আইটেম এবং একদম শুরুতে, এর ভালো একটা রিভিউ থাকে। সেটাই করবেন।

টাকা ক্যাশ আউট করার উপায়ঃ

আপনার রিভিউগুলো থেকে যত টাকা আয় করবেন, সেগুলো আপনার একাউন্টে সরাসরি এড হয়ে যাবে। যেটি একদম টপ কর্নারে আপনার স্ক্রিনে সব সময় দেখা যাবে। যখনই আপনি মিনিমাম 10 ডলার আয় করবেন। তখনই সেটি পেপালের মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন। এটি শুধুমাত্র কতগুলো নির্দিষ্ট দিন সময় নিবে।


প্রতিটি রিভিউ থেকে আয়ের পরিমাণঃ

এটি শুধুমাত্র টাকা আয় করার একটি মজার উপায়। যদি এখানে প্রফেশনালি টাকা আয় করতে চান। তাহলে সেটা সম্ভব না। কারণ এই সাইটটি এতটাও ধনী নয়। এরকম নয় যে আপনাকে কয়েক মাসে বা কয়েক বছরে মিলিয়নিয়ার করে দিতে পারে।! এখানে আপনার আয় নির্ভর করবে মোট রেটিং ও ভালো রিভিউ এর উপর। এখানে যত বেশি রেটিংস করবেন। রিভিউ করবেন তত বেশি আয় হবে। এ সাইটটি আপনার রেটিং এবং রিভিউ এর উপর সবসময় নজর রাখে।

আপনি কত সেকেন্ড ভিডিওটি দেখলেন ? কতটুকু দেখেই হুটহাট রিভিউ দিয়ে দিলেন? সেটা তারা মাথায় রেখে কাজ করে!

ডিটেলস বা বর্ণনার সাথে করা রিভিউ বেশি আয় হয়। এখানে প্রতিট নরমাল রিভিউ করার জন্য 11 সেন্ট করে দেয়া হয়। আমেন হলে $0.11। আবার বোনাস রিভিউ এর জন্য আছে এক সেন্ট।যেকোনো ভালো ও স্ট্যান্ডার্ড রিভিউর জন্য আপনাকে বেশি পেমেন্ট করা হবে। এখানে আপনি প্রতি ঘন্টায় 1 থেকে 2 ডলারও আয় করতে ভালো কাজ করলে

পড়ুনঃ

লুডু খেলে আয় করুন বিকাশে।



রেফার করে বেশি বেশি আয় করতে চান?

এখানে রেফার করেও বেশি আয় করা যায়। আপনি কি Slicethepie প্রফিট বুস্ট করতে চান? তাহলে রেফার করে আয় করার সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। এখানে প্রতিটি রেফার করার জন্য অই রেফার করা ব্যাক্তির মোট আয়ে ১০ ভাগ পেতে থাকবেন। এখানে যত বেশী রেফার হবে, ততো বেশি আয়ও হবে।

শেষকথাঃ

ভালো লাগলে আমার ব্লগটি শেয়ার করে দিবেন। আর আমরা সবসময় আপনাদের পাশেই আছি। ধন্যবাদ। আপনার নিজস্ব একটি নিজস্ব রেফারাল লিঙ্ক থাকবে। সেটিতে ক্লিক করে কেউ যদি সেখানে রেজিস্ট্রেশন করে, তাহলে আপনি তার আয়ের একটি অংশ সবসময় পেতে থাকবেন এবং এটা আজীবন চলবে।

রেফারাল লিংকটি পাওয়ার জন্য Menu >> Reffer a friend নামক অপশনটিতে ক্লিক করবেন। সেখান থেকে রেফার কোড অথবা লিংক নিয়ে বন্ধুদের সাইন আপ হওয়ার জন্য বলবেন।

পড়ুনঃ

ছাত্র অবস্থায় আয় করুন অনলাইনে।
রিভিউ লিখে আয় করুন।
গেম খেলে টাকা আয় করুন বিকাশে।
ভিডিও দেখে টাকা ইনকাম ২০২১





Post a Comment

কমেন্ট করার মিনতি করছি। আমরা আপনার কমেন্টকে যথেস্ট মূল্য প্রদান করি। এটি আমাদের সার্ভিসের অংশ।

তবে কোনো ওয়েবসাইট লিংক প্রকাশ না করার অনুরোধ রইল।

Previous Post Next Post